Thu. Sep 18th, 2025
Advertisements

14খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: যে ব্যাটসম্যান টেস্টে সেঞ্চুরি করতে জানেন, তাকে কোটার ক্রিকেটার বলবেন কিভাবে! টেম্বা বাভুমা তাই কোটার ক্রিকেটারের চক্র থেকে মুক্তির দাবি তুলতেই পারেন। কেপটাউন বাভুমার নিজের শহর। আর এখানেই মঙ্গলবার ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়ে উৎসবে মেতেছেন বাভুমা। ১৬ হাজার সমর্থক তাকে জানিয়েছে অভিনন্দন। অভিনন্দন আসছে নানা প্রান্ত থেকে। বাভুমা যে ইতিহাস গড়েছেন। বর্ণবাদী নিষেধাজ্ঞা থেকে ফেরার ২৪ বছর পর প্রথম অশেতাঙ্গ দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছেন বাভুমা।
২৫ বছরের বাভুমা ১০২ রানেই অপরাজিত ছিরেন তার সপ্তম টেস্টে। এই সময় ৭ উইকেটে ৬২৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা দল। অধিনায়ক হাশিম আমলা ক্যারিয়ারের চতুর্থ ডাবল সেঞ্চুরি করে থেমে গিয়েছিলেন ২০১ রানেই। ফাফ ডু প্লেসিস ৮৬ ও ক্রিস মরিস ৬৯ রান করেছেন। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৬ রানে চতুর্থ দিন শেষ করেছে ইংল্যান্ড। প্রথম ইনিংস ৬ উইকেটে ৬২৯ রানে ঘোষণা করেছিল তারা। এই ম্যাচের ভাগ্য ড্রই হবে, এমনটা ভাবা যায়।
তবে চতুর্থ দিনটি আক্ষরিক অর্থেই বাভুমার। তিনি জানেন, তার দিকে চোখ অনেক মানুষের। অন্য অশেতাঙ্গদের জন্য আশার প্রদিপ তিনি। তাই ইতিহাস গড়া সেঞ্চুরির পর বাভুমা বলেছেন, “দক্ষিণ আফ্রিকার পক্ষে অভিষেকের পর এর গুরুত্ব বুঝে আমি আরো সচেতন হয়েছি। এটা শুধু একটা অভিষেকই ছিল না, এটা রোল মডেল হওয়ার বিষয়। এটা আফ্রিকার অন্য অশেতাঙ্গদের জন্য প্রেরণার ব্যাপার। সেই উদাহরণকে আরো শক্ত করবে এই মাইলফলক অর্জন।” বাভুমা মনে করেন, এটা তার শুরু হলো মাত্র। তার আশা, ভবিষ্যতে আরো অনেক কিছুই করতে পারবেন।