Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

39খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: চলতি বছরের মধ্যে ফোর-জি চালু করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সরকারের দুই বছর পূর্তি উপলক্ষে অর্জন এবং নতুন বছরের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে আজ বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রতিমন্ত্রী। তারানা হালিম বলেন, নতুন বছরে ফোর-জি চালু করতে পারবো। একই সঙ্গে ২.৫ জি সম্প্রসারণ ও পূর্ণাঙ্গ থ্রি-জি কাভারেজ দিতে পারবো। ফোর-জি নেটওয়ার্ক কাভারের জন্য নতুন বছরে তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হবে।
তারানা হালিম বলেন, এই বছরই মোবাইল ফোনের চতুর্থ প্রজন্মের (ফোরজি) তরঙ্গ নিলাম করা হবে। নিলামের জন্য খসড়া চূড়ান্ত করা হচ্ছে। এই নিলাম সব অপারেটরদের জন্যই আয়োজন করা হবে। রাষ্ট্রায়াত্ত অপারেটর টেলিটক যেমন নিলামের আগেই থ্রিজি সেবা শুরু করতে পেরেছিল এবার তেমন হচ্ছে না। টেলিযোগাযোগ খাতের বাজার প্রতিযোগিতার দিক থেকে বাংলাদেশ তৃতীয় স্থানে রয়েছে বলেও জানান তিনি। মোবাইল অপারেটরদের বৈশ্বিক সংগঠন গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশনের (জিএসএমএ) করা গবেষণায় এ তথ্য উঠে এসেছে। বাজারের আকারে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সর্ববৃহৎ ২০টি দেশে টেলিযোগাযোগ খাতের প্রতিযোগিতা কেমন- তার ভিত্তিতে এই স্থান নির্ধারণ করা হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, যে সব অপারেটরের হাতে বর্তমানে বেশি তরঙ্গ রয়েছে তারা ফোরজি নিলামের প্রথম বিডে অংশ নিতে পারবে না। অপারেটরগুলোর মধ্যে প্রতিযোগিতার পরিবেশ ও তরঙ্গ বরাদ্দ যাতে ঠিক থাকে সেজন্য এই ব্যবস্থা। ২০১৩ সালের ৮ সেপ্টেম্বর দেশে প্রথমবারের মতো থ্রিজি তরঙ্গের নিলাম হয়। তাতে অংশ নেয় গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল। তবে এইর আগে টেলিটককে থ্রিজি সেবা চালুর অনুমতি দেয়া হয়। টেলিযোগোযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী ও বিভিন্ন দপ্তরের প্রধানরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।