Fri. Sep 19th, 2025
Advertisements

57খোলা বাজার২৪, বুধবার, ৬ জানুয়ারি ২০১৬: যুক্তরাষ্ট্রের লাস ভেগাস অনুষ্ঠিত কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-এ নতুন স্মার্টফোন আর ট্যাবলেট উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা হুয়াওয়ে।
সিইএসে হুয়াওয়ে প্রথম যে পণ্যটি উন্মোচন করেছে সেটি হল ‘মেইট ৮’ স্মার্টফোন। সেলফি তোলার জন্য ফোনটিতে আছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটির ক্যামেরাতে আছে বিশেষ ইমেজ সেন্সর, যার মাধ্যমে দ্রুত ফোকাস করতে পারে ক্যামেরা।
এরপরেই আছে হুয়াওয়ে ‘এম ২’ ট্যাবলেট। হারম্যান কারডনের সাথে হুয়াওয়ের নতুন অংশীদারিত্বের ফলে ট্যাবলেটটিতে আছে ‘হারম্যান কারডন’-এর সাউন্ড সিস্টেম।
সিইএসে ২০১৫-এর জুয়েল ও এলিগ্যান্ট স্মার্টওয়াচের নতুন সংস্করণও উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। স্মার্টওয়াচ দুটির জন্য জেমস্টোন প্রতিষ্ঠান সোয়ারভস্কি জেমস্টোনের সঙ্গে জোট বেঁধে কাজ করেছে হুয়াওয়ে।
২০১৫ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন রপ্তানিতে ১০ কোটির মাইলফলক স্পর্শ করেছে হুয়াওয়ে। মার্কিন ব্যবসা পরামর্শক প্রতিষ্ঠান ‘বোস্টন কনসাল্টিং গ্রুপ (বিসিজি)’-এর তালিকায় বিশ্বের অভিনব ৫০টি প্রতিষ্ঠানের মধ্যে আছে হুয়াওয়ে। গেল বছর গবেষণা ও উন্নয়নে বার্ষিক আয়ের ১৪ দশমিক ২ শতাংশ ব্যয় করেছে প্রতিষ্ঠানটি।