Wed. May 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: তিন মাসও টিকলো না ইলিয়াসের সংসার! এরই ভেতরে ভাঙনের সুর। স্ত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাসসুম তার নিজস্ব ডকুমেন্ট দেখিয়ে জানান, যে ইলিয়াস তার সাথে প্রতারণা করেছেন। বিয়ের পরও বাংলাদেশে একাধিক সম্পর্কে জড়িয়েছেন। এমনকি বিয়ের পর তিনি জানতে পারেন তার বাবার কাছে যে শিক্ষাগত যোগ্যতার কথা বলেছেন সেটিও মিথ্যা। এত মিথ্যার ভেতরে ইলিয়াস তার কাছে ক্রমাগতভাবে ডলার পাঠানোর জন্য চাপ দিচ্ছিলেন। এছাড়া সাভারে এর আগে ইলিয়াসের একটি বিয়ের খবরও লুকিয়েছে ইলিয়াস।’
উল্লেখ্য, কোনও রকম প্রস্তুতি ছাড়াই অনেকটা হুট করেই বিয়েটা সেরে ফেলেছিলেন এ প্রজন্মের তরুণ সঙ্গীত শিল্পী ইলিয়াস হোসেন। পাত্রী যুক্তরাষ্ট্র প্রবাসী নিশাত তাবাস সুম। নিশাতের সাথে ফেসবুকে পরিচয় হয় ইলিয়াসের, তারপর প্রেম এবং সর্বশেষ গত বছর ১১ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠান করতে এসে সেখানকার একটি কাজি অফিসে বিয়ে করেন ইলিয়াস। কিন্তু বিয়ের মাত্র তিন মাসের মাথায় বিচ্ছেদের সুর পাওয়া যাচ্ছে তাদের সংসারে।
তবে বিষয়টি মানতে নারাজ তরুণ উঠতি গায়ক ইলিয়াস। এবিষয়ে তিনি জানান, ‘আমার সমসাময়িক কিছু শিল্পী যারা আমাকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে, এটা তাদের একটি ষড়যন্ত্র। আমার ক্যারিয়ারকে নষ্ট করতেই তাদের এই ধরনের প্রবণতা। আর তারাই আমার- নিশাতের মধ্যে বিচ্ছেদের গুঞ্জনটি ছড়াচ্ছে। নিশাতের সাথে এখনও আমার আগের মতই ভাল সম্পর্ক আছে।’ তবে নিশাত এখন কোথায় অবস্থান করছেন এবিষয়ে তিনি কিছু বলতে রাজি হন নি। এদিকে নিশাত জানান,‘ ইলিয়াসের মতো এত বড় প্রতারক আমি এর আগে দেখিনি। সে আমেরিকায় স্থায়ী হবার লোভে আমায় ব্যবহার করতে চেয়েছে। এমনকি বিয়ের পরও সে অন্য মেয়েদের সাথে সম্পর্ক রেখেছে যার প্রমাণ আমার কাছে রয়েছে। এমনকি এ বিষয়ে মিডিয়ায় জানাবো বললে, সে উল্টো আমায় হুমকি দিয়ে বলে মিডিয়া নাকি তার কিছুই করতে পারবে না।’
সম্প্রতি ইলিয়াস আসিফ, এস আই টুটুল ও বেলাল খানকে নিয়ে ‘ভাল আছিস’ শিরোনামের একটি অ্যালবামের কাজ শেষ করেছেন। এছাড়া ভালবাসা দিবস উপলক্ষে ‘উড়ব চল’ শিরোনামের একটি মিশ্র অ্যালবামের কাজও শেষ করেছেন তিনি।