Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

47খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: পরকীয়ায় সাহায্য করতে এসছে নতুন ফ্রি অ্যাপ। এই অ্যাপ সুইচ-এর সাহায্যে একই স্মার্টফোনে এক সঙ্গে পাঁচটি নম্বর ব্যবহার করা যাবে।
এই অ্যাপের কো ফাউন্ডার ও সিইও ক্রিস মাইকেল জানান, ‘‘এই অ্যাপ লঞ্চ করার সময়ই পরকীয়া, ফ্লার্টিং-এর কথা মাথায় রাখা হয়েছিল। কয়েক বছর আগে পে অ্যাজ ইউ গো সিম কার্ডের সাহায্যে ফ্লার্ট করা অনেক সহজ হয়েছিল। আর এ বার এল সুইচ অ্যাপ। এর সাহায্যে কল বা টেক্সট করার সময় পাঁচটা নম্বরের থেকে একটা বিশেষ নম্বর বেছে নেওয়া যাবে।’’
ক্রিস জানান অনলাইন ডেটিং-এও দারুণ সাহায্য করবে সুইচ অ্যাপ। এর সাহায্য অনলাইন অ্যাক্টিভিটির ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রেখে অন্য নম্বর ব্যবহার করা যাবে। ফলে একাধিক বিজনেস চালিয়ে নিয়ে যেতেও কাজে আসবে সুইচ। আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ফ্রি-তে ডাউনলোড করা যাবে এই অ্যাপ।