Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

63খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ৭ জানুয়ারি ২০১৬: ভিডিও ধারণ, প্যাকেজ সরবরাহ থেকে শুরু করে বোমা নিষ্ক্রিয়করণ— এখন এমন প্রায় সব কাজের উপযোগী ড্রোনই পাওয়া যায়। কিন্তু যাত্রীবাহী ড্রোন! এমনই এক ড্রোন নির্মাণের প্রকল্প নিয়ে কাজ করছে চীনের প্রতিষ্ঠান ইহাং।
‘১৮৪’ নামের একটি যাত্রীবাহী ড্রোনের প্রোটোটাইপ বানিয়েছে চীনের প্রতিষ্ঠানটি। সম্ভবত এটাই বিশ্বের প্রথম যাত্রীবাহী ড্রোন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
হেলিকপ্টার সদৃশ এক আসনবিশিষ্ট ওই ড্রোনে যাত্রী উঠার পর গন্তব্য ঠিক করে দিতে হবে। উড্ডয়ন আর অবতরণ-ড্রোনটির এই দুটি কাজ দুটি বাটন দিয়ে নিয়ন্ত্রণ করবেন যাত্রী। বাকি সবই নিয়ন্ত্রণ করবে ড্রোনটির নিজস্ব সফটওয়্যার।
আটটি প্রোপেলার আর চারটি বাহু ব্যবহার করা এই ড্রোন এখনও বহুল ব্যবহারের জন্য প্রস্তুত নয়। ড্রোন ব্যবহার করে কোনো মানুষ যাতায়াত করতে পারবেন কি না তা নিয়ে সব ধরনের সরকারি অনুমতি পাওয়া বাকি এখনও। তবে এর নির্মাতারা জানিয়েছেন, তারা এই প্রযুক্তি নিয়ে সরকারি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
ড্রোনটি হেলিকপ্টারের মতো সোজাসোজি উড়বে আর অবতরণ করবে, এ কারণে এর কোনো রানওয়ে প্রয়োজন হবে না। ঘন্টায় সর্বোচ্চ ৬২ মাইল বেগে উড়তে পারবে এটি। ১১,৪৮০ ফুট পর্যন্ত উপরে উঠতে সক্ষম ড্রোনটির ব্যাটারি একবারের চার্জে ২৩ মিনিট পর্যন্ত উড়তে পারবে।
আকারে খুব একটা বড় নয় এই ড্রোনটি। লম্বায় ১৮ ফুট হলেও, এটি ভাঁজ করে ৫ ফুটের মধ্যে নামিয়ে আনা সম্ভব। ফলে খুব সহজেই গাড়ি রাখার পার্কিং স্পটেই রাখা যাবে এটি।
৪৪০ পাউন্ডের ড্রোনটিতে রাখা হয়েছে একাধিক পাওয়ার ব্যাকআপ। যে কোনো সমস্যা নজরে আসা মাত্র ড্রোনটি মাটিতে অবতরণ করবে। গাড়ি চালানোর চেয়ে ওই ড্রোন নিরাপদ করার প্রতিশ্র“তিও দিয়েছে নির্মাতা ইহাং।