Sun. Oct 26th, 2025
Advertisements

13খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লাইভ পারফরম্যান্সে অংশ নেবেন চিত্রায়িকা অমৃতা খান। সন্ধ্যা ৭ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের দ্বিতীয় পুনর্মিলনী ও অ্যালামনাই এসোসিয়েশনের আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যায় নৃত্যে মঞ্চ মাতাবেন সময়ের এই আলচিত অভিনেত্রী। তাঁর সঙ্গে মঞ্চে থাকবে ‘এক্সট্রিম ড্যান্স ট্রুপ।’
অমৃতা কালের কণ্ঠকে জানান, নরসিংদীতে একটি ছবির শুটিং এ ব্যস্ত রয়েছি। এরই মাঝে সময় বের করে অবস্থাতেই বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানে অংশ নিচ্ছি। সন্ধ্যায় ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকলকে উপস্থিত থেকে তাঁর পারফরম্যান্স উপভোগ করার অনুরোধ জানান।
উল্লেখ্য, অমৃতা তাঁর নতুন ছবি ময়না পাখির সংসারের শুটিং নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তাঁর বিপরীতে এই ছবিতে অভিনয় করছেন অভিনেতা ইমরোজ রোজ।