Sat. Oct 25th, 2025
Advertisements

স্টাফ রিপোর্টার, মোঃ মাহাবুব আলম: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিবারের প্রয়াত নেতা আরাফাত রহমান কোকো ও প্রয়াত আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ পিন্টুর রূহের মাগফেরাত কামনায় এবং বিএনপি নেতৃবৃন্দের সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে বিশেষভাবে চকবাজার থানা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি দেওয়ান মুজিবুর রহমান, চকবাজার থানা বিএনপি’র সাবেক সহ-মহিলা বিষয়ক সম্পাদক খুরশিদা পাটোয়ারী, ও ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সদস্য মোঃ মফিজ আহমেদ চৌধুরী-এর দ্রুত সুস্থতা কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম।
দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব ও চকবাজার থানার প্রধান সমন্বয়ক মুসা ফরাজী।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৩০ নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর ও চকবাজার থানা বিএনপি’র সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ হুমায়ুন কবির।
বিশেষ অতিথি ছিলেন ৩০ নং ওয়ার্ডের বর্তমান জনতার কাউন্সিলর হাজী মোহাম্মদ ইলিয়াস।

এছাড়া আরও উপস্থিত ছিলেন—
৩০ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোঃ মোতাহার হোসেন, সহ-সভাপতি কানিস ফাতেমা সোহেল, কোরবান আলী, সাইফুল ইসলাম হাসু, সুমন হোসেন, বরকতউল্লাহ মাসুদ, কবির হোসেন, আকাশ আহম্মদ, মোহাম্মদ আলী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিক, সিরাজুল, জাকির হোসেন, চানমিয়া, মোহাম্মদ রাসেল, সালাউদ্দিন, মোঃ শাহাবুদ্দিন এবং মোহাম্মদ আলীসহ বহু নেতা-কর্মী।

দোয়া মাহফিলে বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম পরিষদের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণের চকবাজার থানার সমন্বয়ক আরিফ হোসেন বারেক।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই প্রয়াত নেতাদের আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ নেতাদের দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাতে অংশ নেন।