Sat. Sep 20th, 2025
Advertisements

24খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: হোমিওপ্যাথি এবং জ্যোতিষশাস্ত্রকে ‘অর্থহীন’ এবং ‘ক্ষতিকর’ বলে মন্তব্য করলেন নোবেলজয়ী বিজ্ঞানী ভেঙ্কটরামন রামকৃষ্ণন। এই দুই বিষয়ের ওপর অনীহা প্রকাশ করে তিনি বলেন, এটি ‘বোগাস’। প্রকৃত বিজ্ঞান এর থেকে অনেক বেশি ‘আকর্ষণীয়’।
এব্যাপারে তিনি আরও বলেন, একমাত্র ভারতের সংবিধানেই বৈজ্ঞানিক মানসিকতা, দৃষ্টিভঙ্গির প্রসারের কথা বলা হয়েছে। এধরনের চর্চার ব্যাপারে ভারতকে আরও বেশি যুক্তিসম্পন্ন হতে হবে। তিনি জানিয়েছেন, হোমিওপ্যাথির উৎপত্তি ভারতে হলেও এর চর্চা প্রথম শুরু করেন এক জার্মান ব্যক্তি। তাঁর মতে, জ্যোতিষশাস্ত্র মানুষের বিশ্বাসের সঙ্গে জড়িয়ে। কিন্তু এর কোনাে বৈজ্ঞানিক ভিত্তি নেই। কিভাবে গ্রহ নক্ষত্ররা আমাদের ভাগ্য নির্ধারণে প্রভাব ফেলতে পারে, এই প্রশ্ন তোলেন তিনি। বলেন, জন্মের সময়ের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। এই বিশ্বাস যদি আমাদের শিকড়ে গেঁথে যায়, তবে তা সমূলে উৎপাটন করা কঠিন হবে বলে মত ভেঙ্কটরামনের।
তাঁর মতে, কোনও সংস্কৃতি যদি বৈজ্ঞানিক জ্ঞান বা যুক্তিযুক্ত ভাবনাচিন্তার বদলে কুসংস্কারের ওপর ভিত্তি করে তৈরি হয়, তার থেকে খারাপ কিছু আর হয় না। সূত্র: এবিপি আনন্দ