Mon. Sep 15th, 2025
Advertisements

62খোলা বাজার২৪, শুক্রবার, ৮ জানুয়ারি ২০১৬: থাইল্যান্ডের একটি প্রসাধনী কোম্পানি তাদের বিজ্ঞাপনে বিতর্কিত একটি স্লোগান ব্যবহার করার পর তা নিয়ে সমালোচনার ঝড় উঠলে দুঃখ প্রকাশ করেছে। গায়ের রঙ ফর্সা করার ওই বিজ্ঞাপনটিতে বলা হয়েছিলো: “জিততে হলে আপনাকে শুধু সাদা হতে হবে।” এরপর সোশাল মিডিয়ায় এনিয়ে কোম্পানিটির বিজ্ঞাপনের প্রচণ্ড সমালোচনা করা হয়।
পরে ভিডিও বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। খবর:বিবিসি। ভিডিওটিতে দেখা গেছে জনপ্রিয় একজন অভিনেত্রী তার সাফল্যের পেছনে গায়ের ফর্সা রঙকে কৃতিত্ব দিচ্ছেন। তিনি বলছেন, “আমি যদি শরীরকে ফর্সা রাখার পেছনে বিনিয়োগ না করি, আমার যা কিছু আছে তার সবই শেষ হয়ে যাবে।” মেকআপের মাধ্যমে বিজ্ঞাপনে তার মুখ কালো দেখানো হয়েছে।
বিজ্ঞাপনটিতে তিনি তার পাশে থাকা ফর্সা রঙের এক নারীর দিকে ইর্ষাকাতর চোখে তাকিয়েছিলেন। সউল সিক্রেট নামের ওই কোম্পানিটি বলছে, কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ বা বর্ণবাদী বার্তা দিতে তারা এই বিজ্ঞাপনটি তৈরি করেনি। থাইল্যান্ডের মতো এশিয়ার বহু দেশেই গায়ের রঙ ফর্সা করা অত্যন্ত জনপ্রিয় একটি ঘটনা।