Tue. Oct 28th, 2025
Advertisements

7jCCmTmqKTOpখোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: নতুন বছরে হলিউড পাড়ায় আলোচনায় থাকবে যে সিনেমাগুলো তাদের মধ্যে বিবিসি’র বাছাইকৃত বেশ কয়েকটি সিনেমা চ্যানেল আই অনলাইনের পাঠকদের কাছে তুলে ধরা হলো:

এ বিগার স্প্যাশ: রোমাঞ্চকর প্রেমের একটি সিনেমা। প্রযোজনা করেছে ফেঞ্চী ফিল্ম কোম্পানী। সিনেমাটি মুক্তি পাবে চলতি মাসে।

হেইল চেসার: এ বছরে হলিউডে কমেডিতে সবচেয়ে ব্যয়বহুল এই সিনেমা। মুভিটি মুক্তি পাবে এ বছরের ফেব্রুয়ারিতে।

দ্যা উইচ: বছরের প্রথম হরর মুভি। বলতে গেলে বড় বাজেটের সিনেমা ‘দ্যা উইচ’। সিনেমাটি আমেরিকায় মুক্তি পাবে ফেব্রুয়ারিতে আর ইংল্যান্ডে মার্চে।

হাই রাইজ: সিনেমার কাহিনী গড়ে তোলা হয়েছে হাই রাইজ বিল্ডিংয়ে যারা বাস করে তাদের নিয়ে। বিল্ডিংয়ে যখন বিপদ আসে তখন কি করে তারা? এমন রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি।মুভিটি মুক্তি পাবে মার্চে।

এভরি বডি ওয়ান্টস সাম: কলেজ জীবনের নানা রকমের লাইফ স্টাইল নিয়ে তৈরি করা হয়েছে এই মুভিটি। সিনেমাটি মুক্তি পাবে এপ্রিলে।

স্নোডেন: মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এডোয়েন স্নোডেন বেশ কিছু গোপন তথ্য মিডিয়ার কাছে ফাঁস করে দেয়। তার ফাঁস করা গোপন তথ্য নিয়েই ওলিভার স্টোন নির্মাণ করেছেন এই মুভিটি। সিনেমাটি মুক্তি পাবে মে মাসে।

দ্যা বিএফজি: দ্যা বিএফজি একটি শিশুতোষ উপন্যাস। এই উপন্যাসের কাহিনী নিয়েই গড়ে উঠেছে সিনেমাটি। মুভিটি মুক্তি পাবে জুলাইতে।

দ্যা গার্ল অন দ্য ট্রেন: রোমাঞ্চকর কাহিনী ও একটি মেয়ের জীবন কাহিনী নিয়েই নির্মিত হয়েছে মুভিটি। সিনেমাটি মুক্তি পাবে সেপ্টেম্বরে।

ডক্টর স্ট্রেঞ্জ: আমেরিকার কমিকস বইয়ের নায়ক ডক্টর স্ট্রেঞ্জ। তার নায়কোচিত কাহিনী নিয়েই গড়ে উঠেছে সিনেমাটি। মুভিটি মুক্তি পাবে ডিসেম্বরে।