Mon. Oct 27th, 2025
Advertisements

খোলাবাজার অনলাইন ডেস্ক : শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর মধ্যে ২৬ অক্টোবর ২০২৫ইং তারিখে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ্ উদ্দীন আহমেদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার, ঢাকা এর চেয়ারম্যান জনাব মো: মাহবুবুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত চুক্তির ফলে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর কর্মকর্তাবৃন্দ ও তাদের পরিবারবর্গ আমেরিকান ওয়েলনেস সেন্টার থেকে চিকিৎসা সেবা গ্রহণে ১০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ বিনামূল্যে পরামর্শ সেবা উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও মানব সম্পদ বিভাগের প্রধান জনাব এ. কে. এম. হাসান রহিম, মানব সম্পদ বিভাগের ভাইস প্রেসিডেন্ট ফজলুল করিম খান, ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগের ভাইস প্রেসিডেন্ট জনাব মো: মশিউর রহমান, ব্যাংকের সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মো: ইব্রাহিম হোসেন, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান জনাব কে. এম. হারুনুর রশীদ এবং আমেরিকান ওয়েলনেস সেন্টার (এডব্লিউসি) এর ম্যানেজার জনাব কামরুল হাসান-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।