Fri. Sep 19th, 2025
Advertisements

28খোলা বাজার২৪,শনিবার, ৯ জানুয়ারি ২০১৬: ফরিদার বয়স তখন ৯ বছর। ওই বয়সেই সামান্য টাকার বিনিময়ে তাকে অন্যের হাতে তুলে দেয় বাবা। শৈশবেই ফরিদা হয়ে যায় পতিতা। সেই জীবন থেকে অনেক কষ্টে ফিরেছে সে। ভিডিওতে দেখুন সেই কাহিনী।
বাংলাদেশের মেয়ে ফরিদা। গ্রামের খুব সাধারণ পরিবারে জন্ম। বড় সংসার চালাতে গিয়ে বাবা গলদঘর্ম। একদিন রশিদ নামের একজন এসে ফরিদার বাবাকে বলে, আপনার এই মেয়েকে আমাকে দিন। আমি ওকে নিয়ে যাবো, ও আমার বাসায় থাকবে, কাজটাজ করবে। রাজি হয়ে গেলেন ফরিদার বাবা। ৯ বছরের মেয়েটিকে নিজের বাড়িতে নিয়ে যায়নি রশিদ। সন্তানের বয়সী মেয়েটিকে নিয়ে গেছে দিল্লি। সেখানে প্রতিরাতে চলতো ধর্ষণ। রশিদ, ওমপ্রকাশ, মাহতাবৃ.একসময় পাঁচজন পুলিশও যোগ দেয় শিশুদেহ ভোগের নারকীয় উৎসবে। তারপর আরো নতুন নতুন খদ্দের আসতে থাকে, দারিদ্র্য থেকে মুক্তি পেতে গিয়ে পতিতাবৃত্তির শেকলে বাঁধা পড়ে যায় ফরিদা।