Tue. Sep 16th, 2025
Advertisements

54খোলা বাজার২৪,শনিবার,৯ জানুয়ারি ২০১৬: মায়ের বান্ধবীর ফাঁদা পাতে পা দিল ক্লাস নাইনের এক ছাত্রী। মায়ের বান্ধবীর মদতেই তার বাড়িতে চার মদ্যপ যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বান্ধবী সহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা ওপার বাংলার দক্ষিণ দিনাজপুর জেলার খাদিমপুর তালতলা এলাকার। নির্যাতিতা ওই ছাত্রীকে আজই চাইল্ড ওয়েল ফেয়ার কমিটির মাধ্যমে হোমে পাঠানো হবে।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই নিখোঁজ ওই ছাত্রীর মা। অভিযোগ, এই দুর্বলতাকেই সুযোগ হিসাবে কাজে লাগায় মায়ের বান্ধবী আলো সরকার। গত ৭ জানুয়ারি নির্যাতিতা ওই কিশোরীকে মায়ের সঙ্গে দেখা করিয়ে দেবে বলে খিদিরপুর শ্মশান লাগোয়া নিজের ভাড়াবাড়িতে নিয়ে যায়। অভিযোগ, সেই রাতেই চার যুবক মত্ত অবস্থায় তাকে ধর্ষণ করে। রাতভর চলে শারীরিক নির্যাতন।
অভিযুক্ত চার যুবকের নাম রিন্টু দাস, প্রসেনজিৎ কুণ্ডু, শঙ্কর সরকার ও সঞ্জিত মহন্ত। বাড়ি ফিরে ঘটনা ঠাকুমা ও বাবাকে বলে ওই ছাত্রী। অভিযোগের ভিত্তিতে আজ আলো সরকার সহ ওই চার যুবককে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দেহব্যবসার কাজ চালাত আলো। রোজই নতুন নতুন মেয়েদের সে ফাঁদে ফেলত বলেও অভিযোগ। ঘটনায় আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছে পুলিশ।