Fri. Sep 19th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: মেক্সিকোর শীর্ষ মাদক কারবারী জোয়াকুইন এলো চ্যাপো গুজমানকে আমেরিকার কাছে প্রত্যর্পনের ব্যাপারে প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। কারাগার থেকে পালানোর ছয়মাসের মাথায় শুক্রবার আবার গ্রেপ্তার করা হয় সিনাওলার এই মাদক ব্যবসায়ীকে। গুজমানকে এর আগেও যুক্তরাষ্ট্র তদের হাতে তুলে দেয়ার জন্যে মেক্সিকোকে অনুরোধ করেছিলো।
কিন্তু তখন সে অনুরোধ ফিরিয়ে দিয়েছিলো দেশটি। এবার আর তাকে নিজ ভূখন্ডে আটক রাখা নিরাপদ মনে করছে না মেক্সিকো। ছয়মাস আগে মিস্টার গুজমান কঠোর নিরাপত্তা বেষ্টিত কারাগার থেকে পালিয়ে গেলে দেশটির কর্তৃপক্ষকে চরম বিব্রতকর অবস্থায় পড়তে হয়। উচ্চ ক্ষমতা সম্পন্ন নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও সেই জেলের ভেতরে একটি টানেল খুঁড়ে সে পালিয়ে যায়। নিজের তৈরি করা এক বিশাল মাদক সাম্রাজ্যে গুজমানের হিংস্রতা ছিল সীমাহীন। তার বিরুদ্ধাচরণের আভাস পেলেই নিজের গুপ্তহত্যা বাহিনী দিয়ে প্রাণনাশের জন্য গুজমান অর্জন করেন বিরাট কুখ্যাতি।