Sun. May 4th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

13খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: গেল ডিসেম্বরেই মহাকাশ অভিযান শেষে ফ্যালকন ৯ রকেট উল্লম্বভাবে অবতরণ করিয়ে ইতিহাস গড়েছিল স্পেসএক্স। এবার ফ্যালকন ৯ রকেট প্রশান্ত মহাসাগরে ভাসমান একটি বার্জ/মালবাহী জাহাজের ল্যান্ডিং প্যাডে অবতরণ করিয়ে নতুন মাইলফলক ছুঁতে চাইছে প্রতিষ্ঠানটি।
স্পেসএক্স ফ্যালকন ৯ নিয়ে নতুন মাইলফলক ছোঁয়ার পরিকল্পনার ঘোষণা দিয়েছে শুক্রবার। রকেটটির পরবর্তী মহাকাশ অভিযানের দিন ঠিক করা হয়েছে ১৭ জানুয়ারি। ক্যালিফোর্নিয়ার ভ্যানডেনবার্গ এয়ার ফোর্স বেইস থেকে যাত্রা শুরু করবে ফ্যালকন ৯, কার্গো হিসেবে থাকবে নাসার একটি স্যাটেলাইট।
লিফটঅফের দুই মিনিট পর রকেটের প্রথম স্তর আলাদা হয়ে যাবে। পৃথিবীর বায়ুমণ্ডলে থাকা অবস্থাতেই চালু হয়ে যাবে এর ইঞ্জিনগুলো, তবে তা মহাকাশের উদ্দেশ্যে গতি বাড়ানোর জন্য নয়। বরং পৃথিবীতে পড়ার সময় গতি কমানোর জন্য। ক্রমান্বয়ে বেরিয়ে আসবে ল্যান্ডিং গিয়ার এবং নিজের ভারসাম্য ঠিক রেখে একটি ভাসমান ল্যান্ডিং প্যাডে অবতরণ করবে ফ্যালকন ৯–সব কিছু পরিকল্পনা মাফিক হলে এভাবেই শেষ হবে ফ্যালকন ৯-এর ১৭ জানুয়ারির অভিযান।
স্পেসএক্স-এর আগেও দুইবার সাগরে ফ্যালকন ৯ রকেট অবতরণের চেষ্টা করেছিল বলে জানিয়েছে রয়টার্স। দুইবারই ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি। তবে ডিসেম্বর মাসে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল এয়ার ফোর্স বেইসে ফ্যালকন ৯-এর সফল অবতরণের পর ভাসমান ল্যান্ডিং প্যাডে অবতরণ নিয়ে আশাবাদী প্রতিষ্ঠানটি।
ফ্যালকন ৯ নিয়ে স্পেসএক্স-এর মূল লক্ষ্যই হল একাধিক মহাকাশ অভিযানে ব্যবহারের উপযোগী রকেট উৎপাদন। একই রকেট একাধিকবার ব্যবহার করা গেলে মহাকাশ অভিযানের খরচ কমবে ব্যাপক হারে। আপাতাত রকেটের প্রথম স্তরটি অক্ষত অবস্থায় ফিরিয়ে আনার প্রক্রিয়া নিখুঁত করার চেষ্টা করছে স্পেসএক্স। ক্রমান্বয়ে রকেটের দ্বিতীয় স্তরও পুনঃব্যবহারের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।
স্পেসএক্সের নিজস্ব ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ফ্যালকন ৯ রকেটগুলোর বিক্রয়মূল্য ৬.১ কোটি মার্কিন ডলার। রকেটটির জ্বালানী খরচ ২ লাখ ডলার বলে ডিসেম্বর মাসে জানান স্পেসএক্স প্রধান ইলন মাস্ক।