Fri. Sep 19th, 2025
Advertisements

22খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ৪৯ বছর বয়সেও সৌন্দর্য্য দিয়ে ভুবন জয় করে চলেছেন তিনি। এখনও তার ছবি দেখতে দর্শক যেন ‘পাগল’। তিনি হলিউড-হার্টথ্রব সালমা হায়েক।
তবে সৌন্দর্য্য নিয়ে সালমার নিজের মূল্যায়ন হলো- তার শরীরে আর আগের মতো ধার নেই। অনেকটাই বদলে গেছে পুরো শরীরের গঠন। নব্বইয়ের দশকে অনেকে বলতেন, ‘বিকিনি বস্তুটার জন্মই হয়েছে সালমা হায়েকের জন্য’। সালমা তখন একথা শুনে মজা পেলেও এখন ভালো করেই বোঝেন- সেই দিন আর নেই।
কিন্তু কেন শরীরের এই পরিবর্তন? সালমা বলেন, ‘বিষয়টা অনেকটাই ছিল নিয়ন্ত্রণের বাইরে। মূলতঃ মা হওয়ার পরই শরীরের গঠনে পরিবর্তনটা আসে।’
সালমা মা হয়েছেন ৮ বছর আগে। তবে শরীরের পরিবর্তন নিয়ে সালমার কোন ক্ষোভ বা আক্ষেপ নেই। তিনি বলেন, ‘মাতৃত্বের আগে জীবন যেমন ছিল, এখন তার চেয়ে অনেক ভাল।’
মা হওয়ার আগের একটি ছবি দেখিয়ে সালমা বলেন, ‘সেই সময় কোমর যা ছিল, আজ তা নেই বটে, তবে জীবন এখন অনেক সুন্দর।’ স্বামী ফ্রাঁসোয়া ও কন্যা ভ্যালেন্টিনাকে নিয়ে অনেক সুখের জীবন কাটাচ্ছেন বলে জানান সালমা। সূত্র: মিরর ও দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস