Fri. Sep 19th, 2025
Advertisements

25খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ভারতীয় মডেল ও অভিনেত্রী আরশি খানের সাথে পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির সম্পর্ক নিয়ে কম কানাঘুষা হয়নি। আর এরই মধ্যে পাওয়া গেল নতুন খবর। ফের সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এই দুই তারকাকে ‘ডেট’ করতে দেখা গেছে বলে জানিয়েছে দেশটির একটি পত্রিকা।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহীদ আফ্রিদি এখন আমির আমিরাতে অবস্থান করছেন। আর এরই মাঝে আফ্রিদি আরশি খানের সঙ্গে ‘ডেট’ করেছে বলে দাবি করেছে সংবাদপত্রটি।
গত বছরের সেপ্টম্বরে সর্বপ্রথম আফ্রিদি ও আরশি খানের গোপন প্রেমের খবর আসে গণমাধ্যমে। যদিও নতুন করে আরশি খানের সাথে এই মেলামেশার গুজব উড়িয়ে দিয়েছেন আফ্রিদির মুখপাত্র। তবে, ব্যাপারটা একেবারে অস্বীকারও করলেন না তিনি।
তার মতে, ‘এটা হতে পারে যে আফ্রিদি ওকে স্রেফ একজন ভক্ত ভেবেই দেখা করেছেন।’
এদিকে, এ ব্যাপারে আরশি খান বড্ড ‘কূটনীতি’ দেখাচ্ছেন। আফ্রিদির সাথে দেখা করার কথা তিনি স্বীকারও করেননি, আবার অস্বীকারও করেননি। তিনি বলেন, ‘দয়া করে এই ব্যাপারটা আফ্রিদির কাছেই জানতে চান। আমি এই ব্যাপারে আমি কোন মন্তব্য করতে চাই না। তবে, এটা সত্য যে পারিবারিক কারণে ওই সময়ে আমি দুবাইয়ে ছিলাম।