খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ল্যাপটপে হেডফোন না-গোঁজার খেসারত দিতে হল এক ছাত্রকে। কীভাবে, তার ভিডিও দেখলে হাসি চেপে রাখা দায় হয়ে যাবে।
কী কাণ্ড! কেলেঙ্কারি আর কাকে বলে! ক্লাসে বসেই পর্নোগ্রাফি দেখছিল সিডনির ইউনিভার্সিটি অফ এন এস ডব্লিউ-এর এক ছাত্র। কানে হেডফোন চাপানো। কিন্তু ল্যাপটপে তার অন্য প্রান্ত গুঁজতে ভুলে গিয়েছিল সে। শিক্ষকের লেকচারের মধ্যে আচমকা ক্লাস কাঁপিয়ে ছড়িয়ে পড়ে বিকৃত সব শব্দ। প্রায় ৩০ সেকেন্ড পরে ছাত্রটি বুঝতে পারে, সে কী কীর্তি করেছে।
তার পর? তাড়াহুড়ো করে প্লাগ গোঁজার চেষ্টা। অতঃপর দড়াম করে ল্যাপটপ বন্ধ এবং ক্লাস থেকে সবেগে পালানো।
এক সহপাঠী গোটা ভিডিওটি তুলে রাখে।