Wed. Sep 17th, 2025
Advertisements

54খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: ওয়েব দুনিয়ায় তিনি একেবারে সুপারহিট। তাঁর এমন কোনো ভঙ্গি নেই যেখানে লাখ লাখ পাঠক হুমড়ি খেয়ে পড়ে লাইক কিংবা শেয়ার দেননি। এসব মূলত তার খোলামেলা ছবির আবেদনময়ী দৃষ্টি ভঙ্গির জন্যই। তিনি বর্তমান ওয়েব দুনিয়ার যুবকদের কাঙ্খিত মনের রানী ৩৪ বছর বয়সী কিম কার্দাশিয়ান।
তবে এর চেয়ে মজার ব্যাপর হচ্ছে সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। ছবিতে দেখা যাচ্ছে কিম একটি হাতির সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন ওমই বিশাল আকৃতির হাতি তার অনেকটা খোলামেলা সাজ দেখে চটে গিয়ে হুমকার দিলে দৌড়ে পালান তিনি। এই ঘটনায় অনেকে তার প্রতি সমবেদনা জানিয়েছে সেই সঙ্গে কেউ কেউ অবলা হাতির প্রতিবাদ হিসেবে দেখছেন বিষয়টিকে।
উল্লেখ্য, হলিউডের প্রবলেম সেলিব্রিটি লিন্ডসে লোহানকে টপকে ‘মোস্ট ওভার অ্যাংপোজড সেলিব্রিটি’ খেতাব জিতে নেয়া অভিনেত্রী ও রিয়েলিটি শো স্টার কিম কার্দাশিয়ান। হলিউড সেলিব্রিটিদের কর্মকান্ড নিয়ে যুক্তরাষ্ট্রে প্রায়ই অনুষ্ঠিত হয় মজার মজার জরিপ।