Fri. Sep 19th, 2025
Advertisements

64খোলা বাজার২৪, রবিবার, ১০ জানুয়ারি ২০১৬: সাপের সঙ্গে মশকরা! ভুলেও করবেন না। নয়তো খেতে পারেন কামড়!
বাস্তবেই সাপের সঙ্গে মশকরা করেছিলেন চীনের এক নারী পর্যটক। অগত্যা কামড় খেয়ে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে।
‘পিপলস ডেইলি’র খবরে বলা হয়, চীনের একদল পর্যটক স্থানীয় সময় শুক্রবার থাইল্যান্ডের একটি পর্যটনকেন্দ্রে ঘুরতে যান। এ সময় একটি কেন্দ্রে সাপের প্রদর্শন চলছিল। এক নারী পর্যটক একটি সাপকে আদর করে একটি চুমু খেতে যান। এমন সময় সাপটি ওই নারীর নাক কামড়ে ধরে। অনেক কষ্টে সাপটিকে ছাড়ানো যায়।
সাপের কামড় খেয়ে চীনের সাংহাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন ওই নারী। তবে তিনি এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
ভয়ংকর এ ঘটনার ভিডিও ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটির কাটতিও বেশ।