Sat. May 3rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ :সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুক বাংলায় দেওয়া কোন আপত্তিকর মন্তব্য মুছে দেবে। এজন্য তারা একজন অনুবাদকও নিয়োগ দিয়েছে বলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের একটি সূত্র জানিয়েছে।
গত ৮ জানুয়ারি ইমেইলের মাধ্যমে বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে।
গত বছরের ৬ ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হয় সরকারের। ওই সময় আলোচনার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের আমন্ত্রণে ফেসবুকের দুই কর্মকর্তা বাংলাদেশে আসেন।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী তারানা হালিম বলেন, আমাদের সঙ্গে বৈঠককালে ফেসবুক কর্তৃপক্ষকে বাংলায় আপত্তিকর বিষয় মুছে ফেলার আহ্বান জানিয়েছিলাম। ফেসবুক কর্তৃপক্ষ বাংলা ভাষা না জানায় তারা তা করতে পারত না। এখন তারা একজন অনুবাদক রেখেছেন। এর মাধ্যমে বাংলায় নারীর প্রতি মানহানিকর বা যেকোনো ধরনের আপত্তিকর কনটেন্ট তারা উঠিয়ে নেবেন।
এদিকে আগামী ১২ জানুয়ারি সিঙ্গাপুরে ফেসবুকের সঙ্গে আলোচনার জন্য সোমবার সন্ধ্যায় সে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তারানা হালিমের।