Mon. Sep 15th, 2025
Advertisements

26খোলা বাজার২৪, সোমবার, ১১ জানুয়ারি ২০১৬ : গত বছরের এপ্রিলে নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর বিশ্বের সকল মানুষ অনেক আতংকিত। যারা এই ভূমিকম্পের অনুভূতি পেয়েছেন তাদের মাঝে ভয় আরও বেশি। এই আতংকিত হওয়া স্বাভাবিকও।
ভূমিকম্পের সময় কি করা উচিৎ তা সম্পর্কে আমরা সকলে কমবেশি অবগত। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বৃষ্টিপাত ইত্যাদির পূর্বাভাস আগে থেকে জানা গেলেও এই ভূমিকম্পের আগাম কোন পূর্বাভাস পাওয়া যায় না। এবার, সে সমস্যা সমাধানে তৈরি করা হয়েছে অ্যাপস।
যারা স্মার্টফোন ও এন্ড্রয়েড ব্যবহার করেন তারা প্লে-স্টোর থেকে ‘আর্থকোয়েক ট্রাকার’ নামের অ্যাপস ইন্সটল করে নিতে পারেন। যখনি পৃথিবীর কোন স্থানে ভূকম্পনের সৃষ্টি হবে, তখনি এই অ্যাপ নোটিফিকেশন দিবে। তৎক্ষণাৎ আপনি নিরাপদ স্থানে চলে যেতে পারেন। বাসার ভেতরে থাকলে বাহিরে চলে যাবেন। যারা অনেক উপরের তলায় থাকেন তারা ছাঁদে চলে যেতে পারেন। ভূমিকম্পের সময় কখনও লিফটে উঠতে যাবেন না। এতে ভয়ানক সমস্যার সম্মুখীন হতে পারেন।