Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: ইটের যোগ্য জবাব একমাত্র পাটকেল। নাম না করে এ ভাবেই 3পাকিস্তানকে হুঁশিয়ারি দিলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরকে। ভারতীয় সেনার এক অনুষ্ঠানে সোমবার তিনি জানান, কোনও ব্যক্তি বা সংগঠন ভারতের ব্যথার কারণ হলে, তাকে তা ফিরিয়ে দেওয়া উচিত।
তাঁর কথায়, “আমি সব সময়ে বিশ্বাস করি, যদি কেউ আপনার কোনও ক্ষতি করে তবে সেই ভাষাতেই তাকে জবাব দেওয়া উচিত।” যদিও একে সরকারের মত হিসেবে ধরা ঠিক হবে না বলে জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী। এটা একেবারেই তাঁর ব্যক্তিগত মত।
তবে কবে, কোথায়, কী ভাবে সেই জবাব দেওয়া হবে সেটা নিজেদের ঠিক করে নিতে হবে বলে জানিয়েছেন মনোহর। তাঁর মতে, সে যেই হোক না কেন, যোগ্য জবাব না দেওয়া গেলে এমন ঘটনা থামবে না।
মনোহর যে দিন এই কথা বলছেন, সেই দিনই পঠানকোট-কাণ্ড নিয়ে শেষমেশ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ল ইসলামাবাদ। ওই ঘটনায় পাক যোগের তথ্যপ্রমাণ সম্প্রতি সরকারি ভাবে ইসলামাবাদের হাতে তুলে দিয়েছে দিল্লি। নয়াদিল্লি থেকে পঠানকোট নিয়ে তথ্যপ্রমাণ হাতে পাওয়ার পরেই পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সক্রিয় হয়ে ওঠেন। পাক সরকারের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তিনি। ওই তথ্যপ্রমাণের ভিত্তিতে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করতে নির্দেশও দেন। এর পরেই সোমবার সরকারি ভাবে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের কথা জানানো হয়। সূত্রের খবর, কমিটি গঠনের পর ইতিমধ্যেই তিন জেলায় অভিযান চালিয়ে বেশ কয়েক জনকে গ্রেফতার করা হয়েছে।সূত্র:আ.বা।
আগামী ১৫ জানুয়ারি ইসলামাবাদে বিদেশসচিব পর্যায়ের বৈঠক। পঠানকোটে বায়ুসেনার বিমানঘাঁটিতে জঙ্গি আক্রমণের পর সেই বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনাকে উস্কে দিয়ে এ দিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল জানিয়ে দেন, পঠানকোট-কাণ্ডে পাকিস্তান সদর্থক পদক্ষেপ করলেই একমাত্র বৈঠক হতে পারে। পাক যোগের তথ্যপ্রমাণ পাকিস্তানের হাতে তুলে দেওয়ার পর বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, বল এখন পাকিস্তানের কোর্টে। তবে, বিদেশসচিব পর্যায়ের বৈঠক নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানায়নি মন্ত্রণালয়।