Fri. Sep 19th, 2025
Advertisements

37খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: ইরানের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে কুয়েতের একটি আদালত দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। এদের একজন কুয়েতি নাগরিক, অন্যজন ইরানি। ইরানি এই নাগরিককে তার অবর্তমানে সাজা দেওয়া হয়েছে। এই দুজন ছাড়াও একই অপরাধে আরও ২০ জনকে পাঁচ থেকে পঁচিশ বছর মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই কুয়েতি নাগরিক।
শিয়া এক ধর্মীয় নেতার শিরোচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট সৌদি-ইরান বিরোধে সৌদি আরবের পক্ষ নিয়ে তেহরান থেকে তাদের দূতকে প্রত্যাহার করেছে কুয়েত। তার কিছুদিন বাদেই গুপ্তচর বৃত্তির দায়ে সাজা দেওয়ার এই ঘটনা। কুয়েতের সরকারি আইনজীবীরা বলছেন ২৬ জনের একটি “সন্ত্রাসী সেল” ইরান এবং লেবাননের শিয়া গোষ্ঠী হেযবোল্লার পক্ষ হয়ে কুয়েতের বিরুদ্ধে চক্রান্ত করছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, অস্ত্র এবং আড়ি পাতার বিভিন্ন যন্ত্র পাওয়া গেছে বেলে দাবি করা হয়েছে।