Fri. Sep 19th, 2025
Advertisements

60খোলা বাজার২৪,মঙ্গলবার,১২জানুয়ারি ২০১৬: বিয়ের মণ্ডপে নাচতে নাচতে বিয়ে করতে আসার ঘটনা আমরা সিনেমাতেই দেখেছি। বাংলা, হিন্দি বিভিন্ন সিনেমাতেই দেখা গেছে বর নাচতে নাচতে বিয়ে করতে আসছেন। এমনকি ঘোড়ায় চড়ে বর আসার সময় আশে পাশের মানুষদের নাচতে দেখা যায়। তবে এই নাচ একটা প্রচলন মাত্র। সাধারণত কনেরা ধীর স্থির ভাবেই মণ্ডপে বিয়ে করতে আসেন।
কিন্তু সম্প্রতি দেখতে পাওয়া গেল একটি বিরল ভিডিও। বর নয় কনেকে নাচতে নাচতে ঢুকতে দেখা গেল মণ্ডপে। এই বিরল ঘটনার স্বাক্ষী থাকলেন অনেকেই।