Wed. Sep 17th, 2025
Advertisements

27খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: যেীনজীবন নিয়ে প্রতিনিয়ত গবেষণা চলছে। প্রতিটি মানুষেরই শারীরিক সম্পর্ক নিয়ে আলাদা আলাদা ভাবনা-চিন্তা। তবে, সাম্প্রতিক এক গবেষণায় দেখা গিয়েছে, প্রত্যেক পুরুষই গড়ে অন্তত ১৯ বার যৌন সম্পর্কের কথা ভাবেন।
নিউ ইয়র্কের অহিয়ো স্টেট ইউনির্ভাসিটিতে সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা করছে। এই গবেষণায় সামিল ব্যাক্তিদের গবেষকেরা একটি করে ক্লিকার দেন। সেখানে তাদের ভাবনা অনুযায়ী তিনটি বোতামের মধ্যে একটিতে ক্লিক করতে বলেন। এই তিনটি বোতাম সেক্স, খিদে ও ঘুম সংক্রান্ত ছিল। ওই ব্যাক্তিদের সেই সম্বন্ধিত বোতামে ক্লিক করতে বলা হয়, যার সম্পর্কে বারবার মনে বিভিন্ন কথা আসে।
এই গবেষণার মাধ্যমেই জানা যায়, একজন পুরুষ প্রতিদিন গড়ে প্রায় ১৯ বার সেক্সের কথা ভাবেন। অহিয়ো স্টেট ইউনিার্সিটির প্রধান গবেষক টেরি ফিশার জানিয়েছেন, ‘আমরা এখনও জানতে পারিনি এই ধরনের ভাবনা-চিন্তা কতক্ষণ পর্যন্ত মনের ভিতর থাকে। এগুলি ঠিক কি ধরনের ভাবনা’। ‘দ্য অটলান্টিক’য়ে প্রকাশিত এক রিপোর্টে গবেষকেরা জানিয়েছেন, কোন প্রযুক্তির ব্যবহার করলেও, কোন ব্যাক্তির মনের ভাব বোঝা সম্ভব নয়।