Thu. Aug 7th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

53খোলা বাজার২৪, বুধবার, ১৩ জানুয়ারি ২০১৬: তথ্য ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, “দেশে সাইবার অপরাধ রুখতে চলতি বছরেই ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৬ প্রণয়ন করা হচ্ছে। আগামী জুন মাসের মধ্যেই এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।”
আজ দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি ভবনে ‘আইসিটি বিভাগের ২ বছর’ উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, “এখন কোন ব্যক্তি, পরিবার বা দেশেকে ক্ষতিগ্রস্ত করতে অস্ত্রের প্রয়োজন পড়ে না। সাইবার জগতের মাধ্যমে যেকোন ক্ষতি করা সম্ভব। সাইবার জগতটি যত বড় হচ্ছে- এর ঝুঁকিও বাড়ছে। সাইবার নিরাপত্তা অক্ষুণœ রাখতে এবং দেশে যেকোন অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে এ আইনটি অত্যন্ত কার্যকর হবে।”
উদ্ভাবনী যেকোন কাজে আইসিটি মন্ত্রণালয় সব সময় উৎসাহ দিয়ে আসছে বলেও দাবি করেন জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, “আমাদের সহযোগিতা ও উৎসাহে এবারই প্রথম দেশে পূর্ণাঙ্গ গেইম ‘হিরোস অব সেভেন্টিঅন’ তৈরি হয়েছে। আমরা সারাদেশের মাধ্যমিক পর্যায়ে ‘হাইস্কুল প্রোগ্রামিং কনটেস্ট’ প্রতিযোগিতার আয়োজন করেছি।”
দেশের বিচার বিভাগের মামলা জটিলতা কমাতে এবং হয়রানি বন্ধে আইসিটি বিভাগ কাজ শুরু করেছে উল্লেখ করে পলক বলেন, “দেশে এখন ৩০ লাখ মামলা নিষ্পত্তির অভাবে ঝুলে রয়েছে। প্রতিদিন ৫ হাজার মানুষ এই মামলার জন্য হয়রানির শিকার হচ্ছে। এই ভোগান্তি কমাতে বিচার বিভাগকে ডিজিটাইলজ করা হচ্ছে। এতে একদিকে যেমন সময়ের অপচয় কমবে অন্যদিকে মানুষ হয়রানির হাত থেকে রেহাই পাবে।”
“দেশের ফ্রিল্যান্সিং খাতটি আরো এগিয়ে নিয়ে কালিয়াকৈর হাইটেক পার্ক ও জনতা টাওয়ার সফটওয়্যার পার্ক শিগগিরই উদ্বোধন করা হচ্ছে। এরই মধ্যে জনতা টাওয়ার পার্কে ১৬টি প্রতিষ্ঠান তাদের কার্যকর শুরু করে দিয়েছে। আমরা এটিকে আন্তর্জাতিক মানসম্মত করতে নিরলস কাজ করে যাচ্ছি। এটি চালু হলে বিনামূল্যে ফ্রিল্যান্সাররা এখানে নিজস্ব কর্মক্ষেত্র পাবে।”
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিসিআইসি’র সভাপতি শামীম আহসান, বিজয় কী বোর্ডে স্বত্বাধিকারী মোস্তফা জব্বার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ, আইসিটি বিভাগের মহাপরিচালক জসীম উদ্দিন আহমেদ প্রমুখ।

অন্যরকম