
খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: সম্প্রতি নিজের কন্যা সন্তানকে টিকা দেওয়া নিয়ে একটি পোস্ট করেন সামাজিক সোশাল জায়ান্ট ফেইসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগের এই সাইটটিতে পোস্টটিকে ঘিরে বইছে আলোচনা-সমালোচনার ঝড়।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার দুই মাস বয়সী কন্যা ম্যক্সিমাকে টিকা দিতে নিয়ে গিয়েছিলেন পিতৃত্বকালীন ছুটিতে থাকা জাকারবার্গ। টিকা দেওয়ার পরই ফেইসবুকে একটি ছবি পোস্ট করেন যার ক্যাপশন দেন, ‘ডক্টরস ভিজিট-টাইম ফর ভ্যাকসিন’। এতেই উস্কে যায় ভ্যাকসিন নিয়ে ইন্টারনেটে চলা বিতর্কের আগুন।
পোস্টটিতে ৭৭ হাজারেরও বেশি কমেন্ট করা হয় যার মধ্যে অনেকগুলোই করেছেন ভ্যাকসিন বিরোধীরা। অটিজমসহ অন্যান্য কিছু অসুখের জন্য ভ্যাকসিন দায়ী বলে দাবি করেন তারা।
মেরিডিথ এলিসন গিবনি নামের এক ফেইসবুক ব্যবহারকারী বলেন, “বিভিন্ন রোগের জন্য নিউরোটক্সিন সমৃদ্ধ এই টিকাদানের জন্য প্রতি বছর লাখ লাখ নবজাতক ও শিশু বিভিন্ন ধরনের অসুখ ও স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। আপনাদের সবার এজন্য লজ্জা পাওয়া উচিত।”
১৯৯৮ সালে এক ব্রিটিশ মেডিক্যাল জার্নালে একজন চিকিৎসকের প্রকাশিত এক গবেষণায় ভ্যাকসিন আর অটিজমের মধ্যে একটি সম্পর্ক রয়েছে বলে জানানো হয়। এরপর থেকে এ নিয়ে ভ্যাকসিন বিরোধী কিছু প্রচারণাকারী তাদের স্বর উঠান। তবে, পরবর্তীতে ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করা হয়।
অন্যদিকে, চিকিৎসা বিজ্ঞানের উপর আস্থা রেখে অনেকেই টিকাদান কর্মসূচীর প্রতি সমর্থন জানিয়েছেন। স্টুয়ার্ট ডানকান নামের একজন ফেইসবুক ব্যবহারকারী জাকারবার্গকে উদ্দেশ্য করে বলেন, “সঠিক কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ।”
এর আগে এক পোস্টে জাকারবার্গ বলেছিলেন, “টিকাদান একটি সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বিষয়। বিজ্ঞানের এ বিষয়টি পুরোপুরি পরিষ্কার- এটি কাজ করে আর আমাদের সমাজের সবার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।