Fri. Sep 12th, 2025
Advertisements

33খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: জাতীয় নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এফবিসিসিআইয়ের একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করতে হবে। শিডিউল অনুযায়ী ২০১৯ সালে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
২০১৯ সালের একদিন আগেও নির্বাচন হবে না জানিয়ে তিনি বলেন, ‘২০১৯ সালের আগে দেশে জাতীয় নির্বাচন হবে না। ওই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই ক্ষমতায় যাবে।’
পদ্মাসেতু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে জানিয়ে তিনি বলেন, ‘২০১৮ সালের আগে পদ্মাসেতু হলে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ বৃদ্ধি পাবে। এর ফলে ব্যবসায়ীরা এগিয়ে যাবে।’