Tue. Sep 16th, 2025
Advertisements

40খোলা বাজার২৪,বৃহস্পতিবার, ১৪ জানুয়ারি ২০১৬: আরও এক বলিউড অভিনেত্রীর এমএমএস কাণ্ড। ‘সনম রে’ সিনেমার শ্যুটিংয়ে এক গোসলের দৃশ্যে অভিনয়ের সময় ভিডিও ফাঁস হয়ে যায় ঊর্বশী রাউতেলার। দিব্যা খোসলা কুমার পরিচালিত এই সিনেমার শ্যুটিংয়ের ফাঁকে এই ভিডিও ফাঁসের ঘটনায় বিরক্ত প্রযোজক সংস্থা।
তবে কীভাবে এই দৃশ্যর ভিডিও ফাঁস হল তা নিয়ে মুখ খুলছেন না পরিচালক-প্রযোজকরা। যদিও এই ভিডিও যে ইউ টিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল, সেইখান থেকে ঊর্বশীর স্নানের কার্যত নগ্ন ভিডিও সরিয়ে ফেলা হয়েছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
ঊর্বশির পাশাপাশি ‘সনম রে’ সিনেমাটিতে আছেন পুলকিত শর্মা, ইয়ামি গৌতম।
উত্তরাখণ্ডের ২১ বছরের মেয়ে ঊর্বশি ২০১২ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জেতেন। ২০১৩ সালে সানি দেওলের ‘সিং সাব দ্য গ্রেট’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। আগামী ১২ ফেব্র“য়ারি সনম রে মুক্তি পাচ্ছে। তার আগে এই সিনেমার মুক্তির সঙ্গে সঙ্গেই ইউটিউবে রেকর্ড পরিমাণ হিট হয়েছে গানটি। তার আগে ঊর্বশীর এই এমএমএস কাণ্ড সিনেমার প্রচারে কতটা সাহায্য করে সেটাই দেখার।
আগামী ১২ ফেব্র“য়ারি ‘সনম রে’ মুক্তি পাচ্ছে।