Thu. Sep 18th, 2025
Advertisements

খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬:

জাপানে সড়ক দুর্ঘটনায় ১৪ বাসযাত্রীর মৃত্যু
জাপানে সড়ক দুর্ঘটনায় ১৪ বাসযাত্রীর মৃত্যু

জাপানে একটি স্কি রিসোর্টের উদ্দেশ্যে যাত্রীদের নিয়ে যাওয়ার সময় এক দুর্ঘটনায় অন্ততপক্ষে ১৪জনের মৃত্যু হয়েছে। বিবিসি বলছে, একটি পাহাড়ঘেষা একটি স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে। ৪১জন আরোহী নিয়ে বাসটি দেশটির রাজধানী টোকিও থেকে মধ্যাঞ্চলীয় নাগানোর একটি অবকাশ যাপন কেন্দ্রের উদ্দেশ্যে যাচ্ছিল। শুক্রবার ভোরে বাসটি কারুইজাওয়া শহরের কাছে রাস্তা থেকে ছিটকে পড়ে। বাসটি ছিটকে উল্টো দিকে রাস্তার গ্রিল ভেঙে কয়েক মিটার পর্যন্ত নিচে গড়িয়ে যায়। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কারণ রাস্তার উপর কোনো তুষার কিংবা বরফ ছিল না।
জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছেন। এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন। জাপানে শীতকালে স্কিসহ অন্যান্য খেলাধুলা বেশ জনপ্রিয়। এই সময় পাহাড়ি এলাকার অবকাশকেন্দ্রগুলোতে যাওয়ার জন্য অনেকেই বাসকেই বেছে নেন।