Tue. Sep 16th, 2025
Advertisements

34খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: বিনোদন ডেস্ক: আর আড়াল-আবডাল নয়, এবার খোলাখুলি কথা বলার সময় এসেছে। একটি এফএমসিজি প্রডাক্টের অনুষ্ঠানে এসে এমন মন্তব্য করলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া।
এতদিন পিরিয়ডস নিয়ে নানারকম ট্যাবু চালু থেকেছে। কিন্তু এখন সময় এসেছে সেই সব ট্যাবু থেকে বেরিয়ে আসার, বললেন পরিণীতি চোপড়া। অনুষ্ঠানে এসে পরিণীতি বলেন, ‘‘এটি মেয়েদের একটি স্বাভাবিক শারীরবৃত্তিয় প্রক্রিয়া। তাই নিয়ে এত লুকিয়ে রাখার কী আছে?’’
শুধু তা-ই নয়, এখনও আমাদের সমাজে, পরিবারে চালু থাকা একাধিক ট্যাবু নিয়েও মন্তব্য করেন পরিণীতি। সাফ জানালেন, পিরিয়ড চলাকালীন মেয়েদের কী কী করতে নেই, তার তালিকা আজও লম্বা। কিন্তু এখন সময় এসেছে সেই বোকা বোকা ধ্যানধারণা থেকে বেরিয়ে আসার।