Fri. Sep 19th, 2025
Advertisements

46খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জানুয়ারি ২০১৬: উত্তর কোরিয়া বলেছে, তারা আমেরিকাকে মুছে ফেলার ক্ষমতা অর্জন করেছে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন এক প্রতিবেদনে এ দাবি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তারা সফলভাবেই হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে। কাজেই এখন তারা পুরো আমেরিকাকে নিশ্চিহ্ন করে দিতে পারবে। উত্তর কোরিয়ার জাতিসংঘ মিশন এ সংক্রান্ত প্রতিবেদনটি বুধবার প্রকাশ করেছে। খবর রেডিও তেহরান।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, পরীক্ষাটির মাধ্যমে ছোট আকারের হাইড্রোজেন বোমার শক্তির বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে। উত্তর কোরিয়া সত্যিই কোনো হাইড্রোজেন বোমার বিস্ফোরণ ঘটিয়েছিল কি না, তা নিয়ে আমেরিকাসহ কয়েকটি দেশ এর আগে সন্দেহ প্রকাশ করেছে। গত ৬ জানুয়ারি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে উত্তর কোরিয়া।
হাইড্রোজেন বোমাকে বলা হয় ‘থার্মোনিউক্লিয়ার ডিভাইস’। এটি দ্বিতীয় প্রজন্মের পরমাণু বোমা নামেও পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত পরমাণু বোমাগুলোকে বলা হয় প্রথম প্রজন্মের, যেখানে ছিল একটিমাত্র বিস্ফোরণ ব্যবস্থা। তবে দ্বিতীয় প্রজন্মের আনবিক বোমায় থাকে দুটি বিস্ফোরণ ব্যবস্থা। কাজেই হাইড্রোজেন বোমার ধ্বংস ক্ষমতা প্রথম প্রজন্মের পরমাণু বোমার চেয়ে অনেকে বেশি।