Tue. Sep 16th, 2025
Advertisements

8খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬:সম্প্রতি শেষ হলো ভালোবাসা দিবসের নাটক ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’-এর শুটিং। নাটকটিতে অভিনয় করেছেন এ সময়ের জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী মেহজাবীন।
সজল জানান, সুন্দর গল্প ও চমৎকার সব লোকেশনে সত্যিই খুব ভালো একটি কাজ করলাম। নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারুক আহমেদ, সামিরা, রাহেল, ফয়সাল, মিতুসহ আরও অনেকে।
মেহজাবীন জানান, নাটকের শেষ দৃশ্যের শুটিং সবার আগে করেছি। এতো বছর কাজ করেছি কিন্তু এটা আমার নতুন অভিজ্ঞতা।
নাটকটি নির্মাণে কারিগরি সহযোগিতা করেছে রেইন মাল্টিমিডিয়া। ‘বন্ধুত্ব ও ভালোবাসার গল্প’ নাটকের জন্য মাসুদ আহমেদের গল্পকে নাট্যরূপ দিয়েছেন মঞ্জুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন মাসুদ আহমেদ ও লিও রহমান।
রাহিতুল ইসলাম রুয়েল প্রযোজিত নাটকটি আসছে ভালোবাসা দিবসে একটি বেসরকারি চ্যানেলে দেখানো হবে। বন্ধুত্ব থেকে শুরু হওয়া সম্পর্ক কীভাবে ভালোবাসায় পরিণত হয়, তা জানতে অপেক্ষা করতে হবে নাটকটির শেষ পর্যন্ত।