Fri. Sep 19th, 2025
Advertisements

14খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: আপনি কি একাধিক জন্মে বিশ্বাসী? আপনি কি এটা আদৌ মানেন যে, আপনার এর আগেও এই পৃথিবীতে জন্ম হয়েছিল অথবা পরেও জন্ম হবে? যদি আুনি এগুলোতে বিশ্বাসী হন তাহলেও, অথবা আপনি বিশ্বাসী না হন, তাহলেও একবার দেখেই নিন না, এই পৃথিবীতে আগেও আপনার জন্ম হয়েছিল কিনা!
প্রশ্ন হল, এগুলো জানতে গেলে কী করতে হবে আপনাকে? বেশি কিছু করতে হবে না। খুবই সহজ কাজ।
ডব্লুডব্লুডব্লু ডট পাস্টলাইফ আন্ডারস্কোর টেস্ট ডট কমে ক্লিক করুন। নিজের লিঙ্গ, জন্ম তারিখ, প্রিয় রঙ এবং দু একটি দরকারি তথ্য দিন। ব্যাস। জেনে যাবেন কত সালে কোন দেশে জন্ম হয়েছিল আপনার। কত দিন বেঁচে ছিলেন। কী ছিল পেশা। বাবা কী করতেন, সবই জেনে যাবেন মুহূর্তে। এক ক্লিকে। তাহলে আর দেরি কেন? জানুন কী ছিলেন গত জন্মে।