Fri. Sep 19th, 2025
Advertisements

34খোলা বাজার২৪,শনিবার, ১৬ জানুয়ারি ২০১৬: ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ-পুরো সময়টাকে তুলে ধরে নির্মিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র ‘৫২ থেকে ৭১’। ছবির পরিচালনায় রয়েছেন দেশের সনামধন্য পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। আজ থেকে ঢাকা গাজীপুরের পূবাইল শুরু হয়েছে শ্যুটিং।
পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ-পুরো সময়টাকে তুলে ধরতে চাই।
খল নায়ক অমিত হাসান বিডি টুয়েন্টিফোর লাইভকে বলেন, আমি বরাবরের মতোই খল নায়কের ভূমিকায় রয়েছি। ছবিতে আমার দর্শক রাজাকারের কমান্ডার হিসেবে দেখতে পাবে। আমি এই প্রথম রাজাকারের কমানডার চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। আশাকরি দর্শক অনেক কিছু বুঝতে পারবে এ ছবিটি দেখে। আর আজকে প্রথম শ্যুটিং অনেক ভালো লাগছে।
ছবিতে আরো অভিনয় করেছেন, দেশের খ্যাতিমান নায়ক ফেরদৌস, চিত্র নায়িকা নিপুন, অমিত হাসান প্রমুখ।