Fri. Sep 19th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: তুর্কেমেনিস্তানে সিগারেটসহ সব তামাকজাত পণ্য নিষিদ্ধ করা হয়েছে। শুক্রবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে যেসব দোকানে সিগারেট বিক্রি হবে, সেগুলোকে ছয় হাজার ৯০০ মানাত (স্থানীয় মুদ্রা) জরিমানা করা হবে বলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাভিত্তিক ওয়েব পোর্টাল ক্রোনো-টিএম-এর খবরে বলা হয়েছে।
তুর্কমেনিস্তানের জাতীয় স্বাস্থ্য কার্যক্রম নজরদারি কর্তৃপক্ষ এর আগে মাদক প্রতিরোধে নজর দিয়েছিল। কিন্তু এখন সিগারেট বিক্রি বন্ধ করতে দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে সংস্থাটি।
দেশটির কিছু সূত্র বিবিসির জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তুর্কমেনিস্তানের দোকানগুলোতে সিগারেট পাওয়া যাচ্ছে না। তবে কালোবাজের সিগারেট বিক্রি চলছে। সেখানে প্রতি প্যাকেট সিগারেট ১২ ডলারে বিক্রি হচ্ছে। সিগারেট বিক্রি বন্ধের নির্দেশনার পাশাপাশি তুর্কমেনিস্তানের সরকার বিভিন্ন জনসচেতনতামূলক বিজ্ঞাপন ও প্রচারণা চালানো হচ্ছে।