খোলা বাজার২৪, রবিবার, ১৭ জানুয়ারি ২০১৬: বাজারে কম দামে গাড়ি লঞ্চ করার প্রতিযোগিতা জারি রইল। এবার নতুন সংযোজন মাহিন্দ্রার নতুন কেইউভি-১০০। নতুন এই গাড়িতে রয়েছে একাধিক ফিচারস। যেমন, থাকছে এম ফ্যালকন ইঞ্জিন।
প্রথমত এটি ভারতের বাজারে ছাড়া হবে এবং পর্যায়ক্রমে বিশ্ববাজারে বিক্রির জন্য আনা হবে। স্পাইডার ডিজাইন অ্যালোয় হুইল। ২৪৩ লিটার বুট স্পেস, যা ৪৭৩লিটার পর্যন্ত এক্সপান্ডেবল হতে পারে। এছাড়াও থাকছে ছ’টি স্পিকারযুক্ত ইনফোটেইনমেন্ট সিস্টেম। ব্লু সেন্স অ্যাপের সুবিধাও থাকছে এই মডেলে।
মাহিন্দ্রার তরফ থেকে দাবি করা হয়েছে, এই নতুন কেইউভি১০০, এসইউভি-র ছোট সংস্করণ হিসেবে বানানো হয়েছে। মাত্র ৪.৪৭ লাখেই পাওয়া যাবে মাহিন্দ্রা কেইউভি১০০-র বেস মডেল।