Sun. Sep 14th, 2025
Advertisements
2016_01_12_14_45_06_JLnRg10BwZPBS83rYYsW1sshbtNEKT_original
খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ :ঢাকা মহানগরকাউন্সিল নিয়ে দুগ্রুপের মধ্যে সংঘর্ষে ঢাকা মহানগর সিপিবির সাধারণ সম্পাদক ডা. সাজিদুল হক রুবেলসহ তিনজন আহত হয়েছেন।আহতের দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে মহানগর ছাত্র ইউনিয়নের কমিটি।রোববার রাতে পল্টনে অবস্থিত মুক্তি ভবনের (সিপিবি কার্যালয়) মৈত্রী হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বর্তমানে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, ঢাকা মহানগর ছাত্র ইউনিয়নের কাউন্সিলকে কেন্দ্র করে মৈত্রী হলে কাউন্সিল চলছিল। নিয়মানুযায়ী সাবজেক্ট কমিটি মহানগর ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হিসেবে কবি নজরুল কলেজের দ্বীপক শীলের নাম প্রস্তাব করলে খিলগাঁও ও রমনা থানাসহ বেশ কয়েকটি ইউনিটের কাউন্সিলররা তাতে আপত্তি জানায়।এর জের ধরে কবি নজরুল কলেজ শাখার কাউন্সিলরদের সাথে সাবজেক্ট কমিটির সিদ্ধান্ত প্রত্যাখ্যানকারীদের হাতাহাতির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
এতে ঢাকা মহানগর সিপিবির সাধারণ সম্পাদক ডা. সাজিদুল হক রুবেল, যাত্রাবাড়ী থানা ছাত্র ইউনিয়নের যুগ্ম-আহ্বায়ক লিজা আক্তার, মীরপুর থানা ছাত্র ইউনিয়নের সদস্য মাসুদ আহত হন। গুরুতর আহতাবস্থায় লিজা আক্তার ও মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র আরো জানায়, গত ১৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতা চত্বরে মহানগর ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ১৫ জানুয়ারি তেজগাঁও কলেজে কাউন্সিলিং অধিবেশন হয়।
কাউন্সিলিংকে কেন্দ্র করে বিশৃঙ্খলা দেখা দিলে পরেরদিন আবার কাউন্সিলিং অধিবেশন অনুষ্ঠিত হয়। তাতেও সমস্যার সমাধান না হওয়ায় তৃতীয়বারের মতো রবিবার মৈত্রী হলে কাউন্সিলিং অধিবেশন চলছিল।