Thu. Sep 18th, 2025
Advertisements

19খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটারের একজন হল পাকিস্তানের অল-রাউন্ডার ও টি-২০ অধিনায়ক শদীদ আফ্রিদি। মারমার কাটকাট ব্যাটিংয়ের স্ব ভাবের জন্য বিশ্বের কাছে তিনি ‘বুমবুম’ আফ্রিদি নামে পরিচিত। মাঠে দুষ্টামির জন্যও তিনি খুবই পরিচিত।
গতবছর বিশ্বকাপ খেলে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানান পাকিস্তানের এই বিস্ফোরক ব্যাটসম্যান। বিশ্বকাপেও তিনি মজার এক কান্ড ঘটিয়ে বসেন।
২০১৫ সালের বিশ্বকাপের কোয়াটার ফাইনাল ম্যাচ চলছিল অস্ট্রেলিয়ার সাথে। ম্যাচ চলাকালিন সময় অস্ট্রেলিয়ায় একটি আউটের রিভিউ চেয়েছিল পাকিস্তান। তখন আফ্রিদি হঠাৎ করেই সতীর্থ শেহজাদের পিছন থেকে এসে ঘারে কামড় বসিয়ে দেন। তিনি দুষ্টামি করে এটা করেছিলেন। আফ্রিদির এই কান্ড দেখে তখন হাসি-ঠাট্টায় মেতে ওঠেন।