Tue. Sep 16th, 2025
Advertisements

38খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ :বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ জিয়ার জন্মদিনে তার প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্রকে মোকাবিলা করে জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আজ সোমাবার দুপুরে তিনি এ কথা বলেন।
১৯ জানুয়ারি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকী। বিবৃতিতে মির্জা ফখরুল শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র, মানুষের ভোটাধিকার, ন্যায়-বিচার ও মানবাধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের দিশারী সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮০তম জন্মবার্ষিকীতে তার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। এ সময় মির্জা ফখরুল তার আত্মার মাগফিরাত কামনা করেন।
বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, জাতির এক চরম সংকটময় মুহূর্তে সৈনিক জনতার ঐতিহাসিক বিপ্লবে শহীদ জিয়া ক্ষমতার হাল ধরেন। তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রকারীরা নিজেদের নীলনকশা বাস্তবায়নের কাঁটা ভেবে জিয়াকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তার এই আত্মত্যাগ জনগণের মধ্যে গড়ে উঠেছে দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে এক ইস্পাতকঠিন গণ-ঐক্য। বিবৃতিতে স্বাক্ষার করেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।