Fri. Sep 19th, 2025
Advertisements

40খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : শাকিব খান ঢাকার জাজ ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করতে যাচ্ছেন। নাম ঠিক না হওয়া এই প্রেমের ছবিতে তার বিপরীতে দেখা যেতে পারে কলকাতার শুভশ্রী গাঙ্গুলী এবং শ্রাবন্তী চ্যাটার্জিকে। আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও বিস্বস্ত সূত্রে এমনটাই জানা গেছে। আসছে মার্চে বিশাল আয়োজনে এ ছবির ঘোষণা আসবে বলে জানা গেছে।
আর মার্চেই শুরু হবে ছবির শুটিং- জাজ সূত্রে এমনটাই নিশ্চিত হওয়া গেছে। তবে বেশ কিছুদিন আগে যৌথ প্রযোজনার ছবিতে কাজ করা নিয়ে শাকিব সাংবাদিকদের বলেছিলেন, দুই দেশের সমান গুরুত্ব, প্রাধাণ্য, গল্পের মৌলিকতা এবং দেশে প্রচলিত যৌথ প্রযোজনা চলচ্চিত্র নির্মাণের সব আইন মেনে হলে তবেই সেই ছবিতে কাজ করবেন তিনি। এবার দেখা যাক, কতদূর কী হয়। চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার ‘ভালোবাসা আজকাল’ ছবিতে মাহির বিপরীতে সর্বপ্রথম অভিনয় করেছিলেন ঢালিউড কিং খান শাকিব।