Tue. Sep 16th, 2025
Advertisements

41খোলা বাজার২৪, সোমবার, ১৮ জানুয়ারি ২০১৬ : সাময়িক বরখাস্তকৃত এসআই মাসুদ শিকদারের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা গোলাম রাব্বীকে নির্যাতনের অভিযোগটি এজাহার হিসেবে গণ্য করার জন্য মোহম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে রাব্বীকে নির্যাতনের ঘটনা কেন বে আইনি ঘোষণা করা হবে না এই মর্মে রুল জারি করেছেন আদালত।
সোমবার দুপুরে বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাইদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। তেজগাঁও পুলিশের উপকমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেছিলেন রাব্বী। সেই লিখিত অভিযোগ এজাহার হিসেবে গণ্য করতেই আদালত নির্দেশ দিয়েছেন। নির্যাতন নিয়ে আদালত যে রুল দিয়েছে- দুই সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, তেজগাঁও পুলিশের উপকমিশনার, মোহাম্মদপুর থানার ওসি এবং এসআই মাসুদ শিকদারকে তার জবাব দিতে বলা হয়েছে।