Thu. Sep 18th, 2025
Advertisements

44খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের কল্যাণ ও জীবন যাত্রার মানোন্নয়নে কাজ করা সকলের নৈতিক দায়িত্ব। আজ ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় ব্রিফিং সেন্টারের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এক কোটি প্রবাসী কর্মীর কল্যাণের গুরুদায়িত্ব ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডকে অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও সততার সাথে পালন করতে হবে। ভবিষ্যতে কর্মীদের দ্রুততম সময়ে এবং স্বচ্ছ উপায়ে সেবা প্রদায়নের লক্ষ্যে বোর্ডকে কর্মীদের কল্যাণে অত্যন্ত আধুনিক ও ডিজিটাইজড বোর্ড হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, প্রবাসী কল্যাণ বোর্ড আইন প্রণয়নের মাধ্যমে এ প্রতিষ্ঠানটিকে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, প্রবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড বিভিন্ন ধরণের প্রকল্প যেমন- প্রবাসী পল্লী, হাসপাতাল, বোর্ডের অধীনে বিশেষায়িত বীমা কোম্পানী, প্রত্যাগত কর্মীদের কর্মসংস্থানে প্রকল্প, বিদেশ গমনের পূর্বে মেডিকেল পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টার স্থাপনসহ নানামূখি উদ্যোগ গ্রহণ করতে পারে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘আপনারা হচ্ছেন এ প্রতিষ্ঠানের সবচেয়ে সৌভাগ্যমান মানুষ।
আপনারা এমন একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেখান থেকে সারাদেশের সকল প্রান্তের এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করতে পারছেন। এ মহৎ কাজে আপনাদের সাথে আমি কাজ করার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি।’ ওয়েজ আনার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গাজী মোহাম্মদ জুলহাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার মো. ইফতেখার হায়দার, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুবো এর মহাপরিচালক বেগম শামছুন নাহার এবং বায়বার সভাপতি মো. আবুল বাসার।