Fri. Sep 19th, 2025
Advertisements

50খোলা বাজার২৪,মঙ্গলবার, ১৯ জানুয়ারি ২০১৬: বাজারে আসছে ব্ল্যাকবেরির প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন। শুনেই অবাক হচ্ছেন? ভাবছেন কবে হাতে পাবেন এই নতুন ঘরানার ফোনটি? সেই সুযোগ আসতে আর বেশি দেরি নেই। এই মাসের ২৮ তারিখই বাজারে আসতে চলেছে এই অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অন্তত এমনটাই দাবি করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। সংস্থার প্রথম এই অ্যান্ড্রয়েড ভার্সনের স্মার্টফোনটিতে থাকছে অত্যাধুনিক ফিচার, যা টক্কর দেবে নামীদামি সংস্থার প্রস্তুত করা অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলিকে।
এই নতুন স্মার্টফোনটিতে রয়েছে ৫.১.১ ললিপপ অ্যান্ড্রয়েড ভার্সন। থাকছে ৪.৫ কিউএইচডি ডিসপ্লে, ৮০৮ হেক্সা কোর প্রসেসর এবং ৩ জিবি র‍্যাম। এছাড়াও এই ফোনটিতে থাকবে ৩২ জিবি ইনবিল্ট স্টোরেজ, ১৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং ৩.১ এমএম অডিও জ্যাক। এছাড়া এই ফোনটিতে থাকবে ৩৪১০ এমএএইচ ব্যাটারি ব্যাকআপ যা একটানা ২৩ ঘণ্টা চালু রাখবে ফোনটিকে। দুর্দান্ত এই ফোনটির দাম ধার্য করা হয়েছে, ভারতীয় মূল্যে ৪৭,৩০০ টাকা। একটু বেশি হলেও এমন দুর্দান্ত ফিচার্সের জন্য এটুকু দামের ভার সহ্য করা যায় বৈকি।