Tue. Sep 16th, 2025
Advertisements

3খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিদ্দিক আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মোল্লাপুর ইউনিয়নের গোডাউন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিদ্দিক আহমদের বিরুদ্ধে পুলিশ অ্যাসল্ট মামলাসহ একাধিক মামলার আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলেও জানান ওসি।