Tue. Sep 16th, 2025
Advertisements

11খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : বিনোদন ভুবনে তুমুল জনপ্রিয় ব্যক্তিত্ব মোশাররফ করিম। সোশ্যাল মিডিয়াতেও তাকে নিয়ে মাতামাতি কম নয়। ফেসবুকে অভিনেতা মোশাররফ করিমের নাম ইংরেজিতে লিখে সার্চ দিলেই দেখা মিলে অসংখ্য ফ্যান পেজের। এসব পেজ থেকে মানুষকে নানাভাবে হয়রানি করা হতো। এমন অভিযোগের ভিত্তিতেই বাধ্য হয়ে নিজে ফেসবুক ফ্যান পেজ খুললেন মোশাররফ।
জানা গেছে, অনেকটা নিজের অনিচ্ছা স্বত্বেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফ্যান পেজটি খুলেছেন এই অভিনেতা। এটি তিনি নিজেই দেখভাল করবেন বলে জানিয়েছেন।
এই অভিনেতা বলেন, ‘এতদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমার কোনো ফ্যান পেজ ছিলো না। ফলে কিছু অসাধু ব্যক্তি আমার নামে ভুয়া ফ্যান পেজ খুলে ব্যক্তিগত স্বার্থে অশ্লীল, কুরুচিপূর্ণ ও গর্হিত কাজে ব্যবহার করে আসছে। শুভানুধ্যায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অবশেষে ফেসবুকে নিজস্ব ফ্যান পেজ খুলতে বাধ্য হলাম। এটা একান্তই আমার দ্বারা পরিচালিত হবে। এখান থেকে আমার সকল কাজের আপডেট এখান থেকে জানানো হবে।