Thu. Sep 18th, 2025
Advertisements

31খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : পাওলি দামের পরিচিতি নতুন করে দেয়ার প্রয়োজন নেই। বাংলা এবং হিন্দি সিনেমার অন্যতম আবেদনময়ী নায়িকা তিনি। গত বছরের শেষে জানিয়েছিলেন তাঁর জীবনে নাকি একজন বিশেষ মানুষ এসেছে। অবশেষে সেই বিশেষ মানুষ অর্জুন দেবের দেখা পাওয়া গেল। পাওলি এবং অর্জুন ব্রাসেলসে একান্ত সময় কাটাচ্ছেন। তাদের ঘনিষ্ঠ ছুটি কাটানোর সময়ের একটি সেলফি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
এতদিন মিডিয়ার কড়া নজর থেকে অর্জুনকে আড়াল করেই রেখেছিলেন পাওলি দাম। রেস্টুরেন্ট মালিক অর্জুনের সঙ্গে রূপালি জগতের কোনও সম্পর্ক নেই। এক বন্ধুর মাধ্যমে অর্জুনের সঙ্গে পরিচয় হয় পাওলির। বন্ধুত্ব থেকে ভালবাসায় পরিণত হয় তাদের সম্পর্কটি। দুজনে বিয়ে করার সিদ্ধান্ত নিলেও বিয়ের সময় জানান নি তারা। তবে বিয়ের আগেই হানিমুন সেরে নিলেন এই নতুন জুটি।