Tue. Sep 16th, 2025
Advertisements

খোলা বাজার২৪, বুধবার, ২০ জানুয়ারি ২০১৬ : কয়েকজন সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য, তৎকালীন

সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ

প্রাদেশিক পরিষদ সদস্য, একজন সাবেক উপদেষ্টা এবং সংসদ সচিবালয়ের একজন কর্মকর্তা ও একজন কর্মচারীর মৃত্যুতে আজ সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শোক প্রস্তাব উত্থাপন করেন।
যাদের নামে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে তারা হলেন- এ বি এম আবুল কাসেম, এ কে এম নুরুল ইসলাম, মেজর জেনারেল (অব.) এম শামসুল ইসলাম, শেখ আলী আহম্মদ, আতা উদ্দিন খান, অ্যাডভোকেট এ এফ এম নজমুল হুদা, ডা. কামরুন নেছা নিলু, অধ্যক্ষ একরামুল আলম, ড. চৌধুরী সাজ্জাদুল করিম (সি এস করিম), মো. শহীদুল্লাহ এবং মো. নজরুল ইসলাম।
এছাড়া ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী, বিশিষ্ট কলামিস্ট, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও মহান জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর স্বামী গোলাম আকবর চৌধুরী, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর ইস্টার্ন আর্মির প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) জে এফ আর জ্যাকব, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার সহধর্মিনী আসমা কিবরিয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আবুবকর সিদ্দিক, ধর্ম মন্ত্রণালয় ও জাতীয় সংসদের সাবেক সচিব আবদুল আউয়াল, ভাষা সংগ্রামী ড. সৈয়দ ইউসুফ হাসান, ভাষা সৈনিক ও গীতিকার তোফাজ্জল হোসেন, ভাষা সৈনিক কল্যাণ চৌধুরী, একাত্তরের শব্দ সৈনিক রাশিদুল হোসেন, বিশিষ্ট সাংবাদিক লিয়াকত আলী, বিশিষ্ট কৃষি অর্থনীতিবিদ ড. মাহবুব হোসেন, বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার এবং কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ ওয়াহিদুল ইসলামের মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করা হয়। পরে মৃত্যুবরণকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।